বনানী সম্পর্কে
ছায়াঘেরা সুন্দর আবাসিক এলাকা কিংবা রমরমা বাণিজ্যের পসরা এই দুই দৃশ্যই দেখা মিলবে বনানীতে। একসময় শহরের মধ্যবিত্তদের প্রথম পছন্দ এখন শহরের উচ্চাভিলাষী মানুষের আনাগোনায় ভরপুর। বনানীর আবাসিক এলাকায় শুধু দেশী নয় বরং বিদেশী মানুষেরও পছন্দের শীর্ষে। ব্র্যান্ডের আউটলেটের বিশাল ঘনত্ব এবং সেখানে সাধারণত পাওয়া যায় এমন একচেটিয়া সংগ্রহের জন্য বনানী ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। তাই বিদেশি গণ্যমান্য মানুষেরও ঠায় হয় এই বনানীতে।নাগরিক জীবনের সকল সুবিধায় ভরপুর বনানী যেকোনো এলাকার জন্য রোল মডেল।
বনানীতে প্রপার্টি
বহু কর্পোরেট আর নামীদামী ব্রান্ডের আউটলেট রাস্তার দুপাশে যেমন শোভা পাবে তেমনি আবাসিকে রাস্তার দু পাশে নান্দনিক ডিজাইনের বাড়ি গুলাও নজর কাড়া। পরিস্কার পরিকল্পিত এবং উন্নত যাতায়াত ব্যবস্থার সংমিশ্রণে বনানী এক অনন্য স্থান দখল করে ফেলেছে ঢাকা শহরে। তাছাড়া দূতাবাস ও বিদেশিদের বাস থাকায় নিরাপত্তার বেলাতেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। তাই বনানীতে প্রপার্টির চাহিদা সবসময়ই তুঙ্গে।
যাতায়াত ব্যবস্থা
বনানী থেকে খুব সহজেই গুলশান,কাফরুল,মহাখালী,এমনকি উত্তরার সাথেও যোগাযোগের উত্তম যোগসূত্র আছে বনানীর। আন্তনগর বাস সার্ভিসে চড়ে শহরের যেকোন প্রান্তে যাতায়াত সম্ভব এখান থেকে। রোড ১১ দিয়ে গুলশানের দক্ষিণ দিক এবং ১৮ নম্বর রোড দিয়ে উত্তর অংশ উভয়ই ভালোভাবে সংযুক্ত। বনানীর ভিতর চষে বেড়ানোর জন রিকশার তুলনা হয় না। আর তাছাড়া যেকোন স্থানে যাতায়াতের জন্য রাইড শেয়ারিং অপশন তো আছেই।
শিক্ষা প্রতিষ্ঠান
বনানী বিদ্যা নিকেতন,নর্দান ইউনিভার্সিটি,ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মতো দারুণ সব শিক্ষা প্রতিষ্ঠান আছে বনানীতে। একসময় বড় বড় বেসরকারি ভার্সিটি গুলোর ঘাটি থাকলেও স্থায়ী ক্যাম্পাসে চলে গেছে সেগুলো।তবুও রয়ে গেছে কয়েকটা ভার্সিটি। তাই শিক্ষার মান এবং প্রতিষ্ঠান নিয়ে বনানীর বাসিন্দাদের চিন্তার কোন কারণ থাকে না।
চিকিৎসা সুবিধা
বনানীতে খুব বিখ্যাত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান না থাকলেও প্রাভা হেলথ কেয়ার কিংবা বনানী ক্লিনিকের মতো প্রতিষ্ঠান গুলো এলাকার মানুষের চিকিৎসা সেবায় সব ধরনের সাপোর্ট দিতে সক্ষম।
চিত্তবিনোদনের ব্যবস্থা
দেশের অন্যতম বিলাসবহুল এবং পরিকল্পিত এলাকায় পর্যাপ্ত পার্ক,খেলার মাঠ থাকা বাঞ্চনীয়।বনানীতেও এর ব্যাতিক্রম ঘটেনি। প্রাতভ্রমণ কিংবা পড়ন্ত বিকেলের আড্ডা বনানীতে সে সুযোগও থাকছে দারুণ।
মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান
বনানীতে বেশ কিছু মসজিদ তো আছেই তাছাড়া বনানী কবরস্থানে শায়ীত আছেন দেশবরেণ্য ব্যাক্তিবর্গ। এর অবস্থান বনানীর ২৭ নম্বর রোডের সাথে। এরপাশেই আছে বনানী সামরিক কবরস্থান।
আশেপাশের এলাকা
আশেপাশের এলাকা বিবেচনায় বনানী অত্যান্ত সুবিধাজনক একটা এলাকা। বনানীর উত্তর ও পূর্বে গুলশান আর দক্ষিণ দিকটায় মহাখালী। পশ্চিমে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বনানীকে চমৎকার লোকেশনে পরিণত করেছে।তেজগাঁও,ক্যান্টনমেন্ট,নিকেতন,এয়ারপোর্ট কিংবা উত্তরা,যে কোন গুরুত্বপূর্ণ এলাকা থেকে সহজে যাতায়াত করা যায়।
খাবার ও রেস্টুরেন্ট
বনানীতে খাবারের যে ভ্যারাইটির দেখা মিলবে তা শহরের অন্য স্থানে নিতান্তই কম। বিরিয়ানি থেকে চায়নিজ কিংবা মেক্সিকান থেকে জাপানিজ সব রকমের খাবারের উন্নত রেস্টুরেন্ট আছে এখানে। তাই ভোজনরসিক মানুষদের কাছে বনানী এক অনন্য উচ্চতায় অবস্থান করছে।বিলাসবহুল সব হোটেলের জন্যেও বনানী বেশ বিখ্যাত।
কেনাকাটা
নামীদামী সব ব্রান্ডের আউটলেট বনানীতে বেশ আড়ম্বরপূর্ণ ভাবেই অবস্থান করছে। বনানী ১১ নম্বর রোডে থাকা আড়ং বেশ জনপ্রিয়। বাংলাদেশ-কুয়েত মৈত্রী শপিং কমপ্লেক্সেও পাওয়া যায় এক্সক্লুসিভ সব কালেকশন।তাছাড়া বনানী সুপার মার্কেটও বেশ জনপ্রিয়।
রেটিং
অবস্থান এবং পরিবহন ৪/৫
জীবনধারা, কেনাকাটা এবং বিনোদন ৫ /৫
স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় কেন্দ্র ৪/৫
দাম সামর্থ্য ৩/৫
সর্বমোট ফলাফল ৪ /৫