কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

উত্তরা

এলাকা সম্পর্কে

উত্তরা সম্পর্কে 

ঢাকা শহরের কোলাহল ব্যাস্ততা পেরিয়ে একটু অদূরেই শান্ত সুনিবিড় উত্তরার অবস্থান। সুপরিকল্পিত ও উত্তম নাগরিক সেবা সম্বলিত উত্তরায় বসতি গড়ে তোলা এখন সবারই কল্পনায় চলে আসে। এখানকার দারুণ সব শিক্ষা প্রতিষ্ঠান আর চমৎকার চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গুলোর বেশ খ্যাতি আছে শহরজুড়ে। ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দুই ভাগে করেছে উত্তরাকে। উত্তরা মডেল টাউন বেশ আড়ম্বরপূর্ণ ভাবে গড়ে উঠেছে  যা সুপরিকল্পিত এবং বেশ সুখ্যাতি সম্পন্ন যা আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে।

উত্তরায় প্রপার্টি

মূলত এয়ারপোর্টের বিশাল জায়গা উত্তরাকে শহর থেকে একটু দূরে রাখলেও উত্তরা ঢাকার অনেক উন্নত এলাকা থেকেও সুপরিকল্পিত। মূলত এয়ারপোর্টের সীমানা যেখানেই শেষ সেখান থেকেই উত্তরার ১ নম্বর সেক্টর। আবাসিক এলাকা হিসেবে উত্তরার চাহিদা সবার উপরের কাতারেই থাকে। উন্নত যোগাযোগ ব্যাবস্থা,কোলাহলমুক্ত হওয়ায় উত্তরায় প্রপার্টি নিতে চান এমন মানুষের সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-১ এর সদর দপ্তর উত্তরার ২ নম্বর সেক্টরে অবস্থিত। উত্তরার পূর্ব এলাকায় সরকারি কিছু প্রতিষ্ঠানের কোয়ার্টারও আছে। উত্তরায় বসবাসকারী মানুষদের প্রচন্ড সামাজিক সুসম্পর্ক বেশ লক্ষণীয়। সম্প্রীতির দারুণ দৃষ্টান্ত উত্তরা বেশ পরিচ্ছন্ন ও পরিপাটি। নিজ উদ্যোগের পাশাপাশি ডেভেলপার কোম্পানি গুলোর নির্মাণ করা ভবন বেশ দেখা যায় এখানে। বর্তমান সময়ে আবাসিক প্রপার্টির পাশাপাশি বাণিজ্যিক কিছু প্রপার্টির চাহিদাও উত্তরায় বেশ প্রবল হতে শুরু করেছে।

যাতায়াত ব্যবস্থা 

উত্তরা থেকে সমগ্র ঢাকা শহরের যোগাযোগ ব্যাবস্থা বেশ দারুণ। এর প্রধান কারণ ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে। এখান দিয়ে চলাচল করে সিএনজি,ট্যাক্সি,প্রায় সব রুটের বাস। এক সময় বেশ যানজট দেখা গেলেও এয়ারপোর্ট ও জসীমউদ্দিন এভিনিউয়ের একটি এবং আজমপুর বাস স্টপের আগ দিয়ে আরেকটা এই দুটি ইউলুপের কারণে যানজট অবিশ্বাস্য হারে কমে গেছে। উত্তরা থেকে আঞ্চলিক যাতায়াতের পাশাপাশি অভ্যন্তরীণ যাতায়াতও বেশ চমৎকার।

শিক্ষা প্রতিষ্ঠান 

উত্তরায় বসবাসের অন্যতম সেরা সুবিধা হচ্ছে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। দ্যি আগা খান স্কুল,ডিপিএস-এসটিএস স্কুল,ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল এন্ড কলেজ,রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজ,উত্তরা গার্লস হাইস্কুল এর খ্যাতনামা স্কুল ও কলেজের ক্যাম্পাস আছে এখানে। স্কলাস্টিকা,সাউথব্রীজ স্কুল,মাইলস্টোন স্কুল এন্ড কলেজেরও ক্যাম্পাস আছে উত্তরায়। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে উত্তরা চমৎকার একটি এলাকা।

চিকিৎসা সুবিধা 

আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের জন্যেও উত্তরা বেশ বিখ্যাত। কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল,পপুলার ডায়গনস্টিক সেন্টার,বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বারডেম,বাংলাদেশ মেডিক্যাল,লুবানা জেনারেল হাসপাতাল এর মতো দারুণ সব চিকিৎসা প্রতিষ্ঠান এর দেখা মিলবে উত্তরায়।

চিত্তবিনোদন

সবুজে ঘেরা উত্তরায় প্রাতভ্রমণে কিংবা বিকেলের হাটাচলার দারুণ সব জায়গা পাওয়া যাবে। উত্তরার প্রতিটি সেক্টরেই আছে বিশাল পার্ক এবং খেলার মাঠ। ৪ নং সেক্টরের খেলার মাঠটি বেশি প্রসিদ্ধ। তাছাড়া উত্তরা লেকটি যেমন জলবদ্ধতা নিরসনে উপযোগী তেমনি লেকের দুই ধারে চমৎকার রাস্তা ও পার্ক হয়ে উঠেছে। এলাকাবাসীর প্রিয় জায়গার একটি এই উত্তরা লেক।

মসজিদ ধর্মীয় উপসনালয়

পুরো উত্তরা আবাসিক এলাকা জুড়েই রয়েছে অসংখ্য মসজিদ। উত্তরার প্রতিটি সেক্টরেই বেশ বড়সড় মসজিদের দেখা মিলবে। ৪ নম্বর সেক্টরে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ আর ৬ নং সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ সবচেয়ে জনপ্রিয় এই এলাকায়। ১১ নম্বর সেক্টরে সুবিশাল পূজামন্ডপও আছে।

আশেপাশের এলাকা

উত্তরা পশ্চিমের এক পাশ জুড়ে বিশাল এয়ারপোর্ট এলাকা। উত্তরে আছে আব্দুল্লাহপুর,তুরাগ নদী ও টঙ্গী এলাকা। পশ্চিম দিকে তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে যা দিয়াবাড়ি নামে পরিচিত।

খাবার রেস্ট্রুরেন্ট 

উত্তরা এলাকা জুড়েই আছে অনেক গুলো রেস্টুরেন্ট এবং ভ্রাম্যমাণ ফুডকোর্ট। ক্যালিফোর্নিয়া ফাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপ,শী সেল পার্টি সেন্টার,একুশে রেস্তোরাঁ,খানস শর্মা হাউজ,রেড চিকেন,কিংফিশার  বিএফসির মতো ফার্স্টফুড চেইন এন্ড রেস্ট্রুরেন্ট সহ দারুণ কফি শপেরও দেখা মিলবে।স্ট্রিট ফুডও বেশ বিখ্যাত উত্তরা এলাকায়।

কেনাকাটা 

উত্তরায় রয়েছে বেশকিছু শপিং স্পট। বিভিন্ন ব্র্যান্ডেড শপ যেমন আড়ং উত্তরার ৬তলা বিশাল আউটলেট। তার পাশেই রয়েছে উত্তরার সবচেয়ে পুরাতন বিপনীবিতান, রাজলক্ষ্মী কমপ্লেক্স। এছাড়া  এইচ এম প্লাজা, কুশল সেন্টার, আমীর কমপ্লেক্স, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, সাইড গ্রান্ড সেন্টার, বি এন এস টাওয়ার, মাসকট প্লাজা এবং নর্থ টাওয়ারের মত বিশাল সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেখা মিলবে এখানে। জমজম টাওয়ারও বেশ বিখ্যাত এই এলাকায়। বিজিবি মার্কেট নামেও পরিচিত বাজারটিও বেশ জনপ্রিয়। তার অতি  নিকটেই আছে পৃথিবীবিখ্যাত আউটডোর ব্র্যান্ড ডেকাথলনের আউটলেট।

Compare listings

Compare