কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

গুলশান ১

এলাকা সম্পর্কে

গুলশান সম্পর্কে 

সাজানো গোছানো পরিপাটি আর ব্যাস্ততায় ভরপুর এই নিয়েই রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল গুলশান। দেশের স্বনামধন্য ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেরই প্রধান কার্যালয় এখানে অবস্থিত। তাই সর্বাধুনিক আবাসন সুবিধা আর উন্নত যাতায়াত ব্যাবস্থা গুলশানকে করে তুলেছে অনন্য। উন্নত নাগরিক সুবিধা প্রদানে শীর্ষ এই এলাকায় তাই দেশের ধনী এবং বণার্ঢ্য মানুষের বসবাস।

গুলশান ১-এ প্রপার্টি

ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা হলেও গুলশান ১ এবং নিকেতন বসবাসের জন্য খুবই শান্তিপূর্ণ এলাকা। স্কুল,কলেজ কিংবা অফিস আদালত, বিপণী বিতান সব কিছুর সংমিশ্রণে আবাসিক এলাকা হিসেবেও গুলশানের সুনাম দারুণ। গুলশানে একাধাররে আছে সিটিস্কেপ টাওয়ার,গ্লাস হাউজ,ক্রিস্টাল প্যালেস ও পুলিশ প্লাজার মতো সুউচ্চ ভবনের মতো চোখজুড়ানো ভবন।দেশের সবচেয়ে অভিজাত এবং বিলাসবহুল বাংলো গুলোরো দেখা মিলবে এখানে।

যাতায়াত ব্যবস্থা 

একটি উন্নত এলাকার পূর্বশর্ত হচ্ছে উন্নত যাতায়াত ব্যাবস্থা। গুলশানেও তার ব্যাতিক্রম নয়।গুলশানের আছে নিজস্ব বাস সার্ভিস ঢাকা চাকা ও গুলশান চাকা। শহরে যে কোন প্রান্তে বাস যোগে যাতায়াতের সুব্যবস্থা পাওয়া যাবে এখানে। আর রিকসায় চড়ে পুরো গুলশান চষে বেড়ানো যাবে নিমিষেই। তবে শুধু স্থলভাগেই নয় জলজ যাতায়াতের জন্য স্পেশাল ফেরি সার্ভিসে দেখা মিলবে গুলশানে।

শিক্ষা প্রতিষ্ঠান 

চিটাগং গ্রামার স্কুল,ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল,সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে মতো নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল আছে গুলশানে। তাছাড়া আশেপাশের এলাকার সাথে যাতায়াত ব্যাবস্থা ভালো বিধায় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে গুলশান এলাকার ছাত্র থাকে হরমেশাই।

চিকিৎসা সুবিধা 

একটা অভিজাত এলাকার অন্যতম বৈশিষ্ট হচ্ছে অভিজাত চিকিৎসা সেবা। সেদিক থেকে মোটেও পিছিয়ে নেই গুলশান। সিউরসেল মেডিকেল সেন্টার,গুলশান মেডিকেয়ার,কিউর মেডিক্যাল সেন্টার এর মতো অসংখ্য মেডিকেল ক্লিনিক আছে গুলশানে। আর তাই ফার্মেসির সংখ্যাও গুলশানে নেহাৎ কম নয়।

পার্ক ও চিত্তবিনোদন

প্রাতঃভ্রমণ কিংবা সন্ধাকালীন আড্ডা সবকিছুর জন্যই উত্তম পরিবেশ আছে গুলশানে। গুলশানের পার্ক গুলো অত্যান্ত সাজানো গোছানো সুন্দর। এছাড়া হাতিরঝিল গুলশানের পাশেই হওয়ায় সেখানে বেশ জনসমাগম দেখা যায়।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

গুলশান ১ কেন্দ্রীয় মসজিদ বেশ নামকরা। তাছাড়া পুরো এলাকা জুড়েই হাতের নাগালে রয়েছে বেশ কয়েকটি মসজিদ।

আশেপাশের এলাকা 

গুলশান ২,মহাখালী,তেজগাঁও এবং বাড্ডার মতো নগরের গুরুত্বপূর্ণ এলাকার সাথে গুলশানের ভৌগলিক অবস্থান। এছাড়াও বনানী,ফার্মগেট এয়ারপোর্টে সহজেই পৌছানো যায় |

খাবার রেস্টুরেন্ট

শহরের নান্দনিক আত অভিজাত রেস্টুরেন্টের মিলন মেলা হচ্ছে শুলশান। গুলশান ১ তাই ভোজনরসিকদের জন্য সেরা একটা জায়গা। টাইমআউট,পিজ্জা হাট,কেএফসি,নর্থ এন্ড,গ্লোরিয়া জিন্স এরকম অসংখ্য রেস্টুরেন্ট আর ফুড কার্টে ভরপুর গুলশান।

কেনাকাটা

বিশ্ববিখ্যাত নানান সব ব্রান্ডের শপ আছে গুলশানে। ডিসিসির মতো বিশাল মার্কেট তো আছেই আরও আছে পুলিশ প্লাজা। তাই শুধু এই এলাকার মানুষ নয় শহরের অন্য সব এলাকার মানুষদের কাছেও গুলশানে শপিং বেশ জনপ্রিয়।

Compare listings

Compare