কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

মহাখালী ডিওএইচএস

এলাকা সম্পর্কে

ডি ওএইচএস মহাখালী সম্পর্কে 

মহাখালী ডিওএইচএস ঢাকার মহাখালীতে অবস্থিত একটি অভিজাত এলাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই এলাকাটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে। ঢাকা সেনানিবাস ও ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় পরিচালিত এই ডিওএইচএস প্রকল্পে সর্বমোট ৫২৩ টি প্লট আছে।উত্তম আবাসন সুবিধা সাথে দারুণ নিরাপত্তা ব্যাবস্থায় সম্বলিত এই জায়গাটি খুবই চমৎকার।

মহাখালী ডিওএইচএস এ ফ্ল্যাট

মহাখালী ডিও এইচ এস পরিকল্পিত আবাসন এবং নির্মল পরিবেশ সহ একটি আবাসিক এলাকা। আপনার পরিবারের জন্য ভবিষ্যতের যে কোনো বিনিয়োগের জন্য এটি খুবই নিরাপদ জায়গা। মহাখালী ডিও এইচ এস এ ফ্ল্যাট বিক্রির জন্য দুই বেডরুম থেকে পাঁচ বেডরুমের পর্যন্ত ফ্ল্যাট রয়েছে। এখানে সম্পত্তির মূল্য একটি  প্রপার্টির প্রদত্ত আকার এবং সুবিধার উপর নির্ভর করে। মহাখালীর অবস্থানটি সুবিধাজনক পরিবহন সংযোগের মাধ্যমে দেশের সমস্ত অঞ্চলে সহজে প্রবেশ করার সুযোগ রয়েছে। অবস্থানটি বাসিন্দাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্প্রদায় পরিষেবা নিশ্চিত করে৷

যাতায়াত ব্যবস্থা 

মহাখালী ডিও এইচ এস এর যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে বীর উত্তম জিয়াউর রহমান রোড এবং নিউ এয়ারপোর্ট রোড। এই দুইটি রাস্তা ব্যাবহার করে শুধু ঢাকা শহরই নয় বরং মহাখালীতে বাস স্টেশন থাকায় ঢাকার বাইরেও অত্যন্ত সুন্দরভাবে যাতায়াত করা যায়।

শিক্ষা প্রতিষ্ঠান 

মহাখালী ডিওএইচএস এবং এর আশেপাশের এলাকায় আছে দারুণ সব শিক্ষা প্রতিষ্ঠান। ব্রাক বিশ্ববিদ্যালয়, বিএএফ শাহীন কলেজ,মহাখালী মডেল হাইস্কুল, রিজেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ,ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দেখা মিলবে আশেপাশেই।

চিকিৎসা সুবিধা 

মহাখালীর মতো কর্মব্যস্ত এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার লোকজন সহজেই মহাখালী সহ আশেপাশের হাসপাতাল থেকে সেবা নিতে পারেন। লাইফ কেয়ার মেডিকেল সেন্টার,স্কয়ার হাসপাতাল লিমিটেড এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় হাসপাতাল। তাছাড়া জাতীয় ক্যানসার ইন্সটিটিউট মহাখালীতে অবস্থিত। ডায়গনস্টিক এবং ফার্মেসীর দোকান পাওয়া যাবে হাতের নাগালেই।

চিত্ত বিনোদন 

মহাখালী ডিওএইচএস পার্ক,ও ডিওএইচএস লেক এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রাতভ্রমণে কিংবা সন্ধাকালীন আড্ডায় এমন নিদারুণ পরিবেশ যে কোন মানুষকে মুগ্ধ করতে বাধ্য।

আশে পাশের এলাকা

মহাখালী ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্রের একটি। এই ডিওএইচএস এলাকাটি দারুণ ভাবে ভৌগলিক সুবিধা পায়। মহাখালী এলাকার উত্তরে কচুক্ষেত ও বনানী, দক্ষিণে মগবাজারএবং পূর্বে গুলশান এবং পশ্চিমে বিমান বাহিনী সদরদপ্তর এর মতো অভিজাত এলাকাসমূহ অবস্থিত।

রেস্টুরেন্ট

মহাখালী ডিও এইচ এস এলাকার আশেপাশেই ভরপুর খাবারের অপশন রয়েছে। স্পাইস রেস্টুরেন্টে, লং রেস্তোরাঁ, খুশবু রেস্টুরেন্ট, হেলো ঢাকা,ঘরোয়া হোটেল এন্ড রেস্ট্রুরেন্ট,ফার্মহাউজ বার্গার এর মতো দারুণ সব দেশী বিদেশি খাবারের স্থান রয়েছে অতি নিকটেই।

কেনাকাটা

ডিও এইচ এস এলাকার অতি নিকটেইমহাখালী কাঁচাবাজার। নিত্য প্রয়োজনীয় যেকোন জিনিসই এখানে কিনতে পাওয়া যায়। খুব কাছেই আছে এসকে এস শপিং মল। দেশি-বিদেশি দারুণ সব কালেকশন থাকায় এটি বেশ জনপ্রিয় শপিং এর জন্য।

Compare listings

Compare