কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

সিলেট

এলাকা সম্পর্কে

সিলেট সম্পর্কে 

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভাগীয় শহরটি ২০০৯ সালে মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এলাকা হচ্ছে সিলেট। সুরমা নদীর তীরবর্তী এই শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।তাছাড়া চা বাগানের জন্য সিলেটের বিশেষ খ্যাতি রয়েছে। ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে সিলেটের মতো সমৃদ্ধ শহর খুব কমই আছে।

সিলেটেতে প্রপার্টি 

দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা হিসেবে বিবেচনা করা হয় সিলেট জেলাকে। এ শহরের বিশাল সংখ্যক লোক বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে। বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটে আবাসিক প্রপার্টির পাশাপাশি বাণিজ্যিক প্রপার্টির চাহিদা ব্যাপক। আর তাছাড়া প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করায় তাদের প্রপার্টি সমূহের ক্রয়-বিক্রয় সিলেটের নিত্যদিনের ঘটনা।

যাতায়াত 

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালিত হয় এখানে। তাছাড়া সিলেটের সাথে সারা দেশের রেল ও সড়ক ব্যবস্থা বেশ উন্নত মানের। ঢাকা থেকে সিলেটের প্রতিদিন ৩ টা ট্রেন যাতায়াত করে। তাছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণে ঢাকা সহ সারা দেশের সাথে সিলেটের যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত মানের।

শিক্ষা প্রতিষ্ঠান 

শিক্ষাক্ষেত্রে সিলেটের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। এ শহরে সাক্ষরতার হার প্রায় ৬৭.৬%। এখানে রয়েছে শত বছরের ঐতিহ্যমণ্ডিত মুরারিচাঁদ কলেজ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রদানের জন্য সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়  অন্যতম। উচ্চ মাধ্যমিক এবং অনার্স স্তরের জন্য এখানে রয়েছে সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সহ আরও অনেক কলেজ এবং মাদ্রাসা। উচ্চতর শিক্ষার জন্য রয়েছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট কৃষি বিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।

চিকিৎসা সুবিধা 

সিলেটের সবচেয়ে জনপ্রিয় হাসপাতাল হচ্ছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তাছাড়া বক্ষ ব্যাধি হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল,ওয়েসিস হসপিটাল,নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল,পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি নামকরা সরকারি বেসরকারি হাসপাতাল আছে সিলেটে। চিকিৎসা সেবায় তাই সিলেটের মানুষের ভরসার স্থান তৈরি হয়েছে নিজেদের এলাকাতেই।

দর্শনীয় স্থান সমুহ

সিলেটে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ও কৃত্রিম দর্শনীয় স্থান। চিত্ত বিনোদনের জন্য সিলেটের মানুষ তো বটেই বাইরের দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে সিলেট। জাফলং, রাতারগুল, শ্রীমঙ্গল, টিলাগড় ইকো পার্কের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান যেমন আচগে এখানে তেমনি হযরত শাহজালালের দরগাহ, শাহ পরানের মাজার, গাজী বুরহানের মাজার, ক্বীন ব্রীজ, আলী আমজাদের ঘড়ি ইত্যাদি জায়গায় সারা বাংলাদেশ সহ বাইরের পর্যটকদের ও ভ্রমণ করতে দেখা যায়।

মসজিদ ও ধর্মীয় উপসনালয়

সিলেটের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় জায়গাগুলো হচ্ছে হযরত শাহজালালের দরগাহ,শাহ পরানের মাজার,গাজী বুরহানের মাজার। তাছাড়া রাসূলবাগ জামে মসজিদ, মাখতাবুশ শামস, বাইতূন নূর মসজিদ, সিলেট প্লাজা মসজিদ, পাঠানতুলা জামে মসজিদ, লালমিয়া জামে মসজিদের মতো জনপ্রিয় মসজিদ আছে সিলেটে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ইসকন, শিব মন্দির, রাধা-গোবিন্দ মন্দির সহ বেশ কয়েকটি মন্দির আছে সিলেটে।বৌদ্ধদের বুদ্ধ মন্দির ও আছে এখানে।

আশেপাশের এলাকা

সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় ও খাশিয়া-জৈন্তিয়া পাহাড়, পূ্র্বে ভারতের আসাম, দক্ষিণে মৌলভীবাজার জেলা ও পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অবস্থিত।

খাবার ও রেস্টুরেন্ট

সিলেটের স্থানীয় কিছু বিখ্যাত খাবার ছাড়াও বেশ কয়েকটি দেশী বিদেশি খাবারের রেস্টুরেন্ট আছে। পানসি রেস্টুরেন্ট, দি ম্যাড গ্রিল, নবাব’স কিচেন, কারি রয়্যাল, পালকি রেস্টুরেন্ট, দ্য কফি ক্লাব, উন্নয়ন রেস্টুরেন্ট বেশ জনপ্রিয় এখানে। সিলেটে বেশ কিছু নামকরা বিলাসবহুল হোটেল এবং রিসোর্ট রয়েছে। এর মধ্যে হোটেল স্টার প্যাসিফিক, হোটেল ভ্যালি গার্ডেন, গ্রান্ড প্যালেস সিলেট, রোজ ভিউ হোটেল বেশ বিখ্যাত।

কেনাকাটা 

সিলেটে শপিংয়ের জন্য রয়েছে বেশ কয়েকটি নামীদামী শপিং সেন্টার। দেশি-বিদেশি নানা সব পণ্যের কালেকশন পাওয়া যায় এখানে। ব্লু ওয়াটার শপিং সিটি, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, গ্যালারিয়া শপিং কমপ্লেক্স, বন্দর বাজার, এলিজেন্ট শপিং মল সমূহ সিলেটে বেশ জনপ্রিয়। তাছাড়া দেশি-বিদেশি নানা ব্রান্ডের আউটলেট আছে সিলেটে।

Compare listings

Compare