কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

ওয়ারী

এলাকা সম্পর্কে

ওয়ারী সম্পর্কে 

সেই বৃটিশ আমল থেকেই ঐতিহ্য আর আধুনিকতার মিশেল হচ্ছে ওয়ারী। ওয়ারী পুরান ঢাকার প্রধান এলাকাগুলোর একটি। উচ্চবিত্ত মানুষের কাছে ওয়ারী বহু আগে থেকেই প্রথম পছন্দ। পুরান ঢাকা মানেই ব্যাবসা বাণিজ্য আর কোলাহল। তাই বাণিজ্যিক এলাকা হিসেবেও বেশ নাম কুড়িয়েছে ওয়ারী। বর্তমানে এই এলাকায় বেশ বড়সড় পরিসরে আবাসিক ও বাণিজ্যিক প্রসার লক্ষনীয়।

ওয়ারীতে প্রপার্টি

ওয়ারীর বাসীন্দারা একসাথে বহুবছর ধরে বসবাস করছেন। আবার নতুনরাও মিশে যাচ্ছেন তাদের সাথে তাই ওয়ারীর বাসীন্দাদের মধ্যে চমৎকার সামাজিক বন্ধন পরিলক্ষিত হয়। অল্প কিছুদিন থেকেই এই এলাকার মায়ায় পড়ে যাবেন যে কেও। ওয়ারীর অধিকাংশ পরিবার বৃহৎ পরিবার হলেও ছোট খাটো একক পরিবার গুলোও ঝুকছে ওয়ারীর দিকে। আবাসিক এলাকা হিসেবে ওয়ারী অনন্য এক নাম। পুরাতন বিল্ডিং ভাঙ্গা আর নতুন বিল্ডিং গড়া এভাবেই উন্নয়ন আত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ওয়ারী। ওয়ারী এলাকাটি দুই ভাগে বিভক্ত। নিউ ওয়ারীতে প্রোপার্টির ভাড়া ওল্ড ওয়ারীর থেকে তুলনামূলক বেশি। বাণিজ্যিক প্রোপার্টি ও কমিউনিটি সেন্টারের বেশ উপস্থিতি আছে ওয়ারীতে।

যাতায়াত ব্যবস্থা 

বাণিজ্যিক কারণে দেশের প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিলের সাথে ওয়ারীর যোগাযোগ ব্যাবস্থা দারুণ। আর সেই সুবিধা ভোগ করছে পুরো ওয়ারী এলাকার লোকজন। এখান থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ৩২ টি জেলার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব। ওয়ারী জয় কালী মন্দিরের পাশেই বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসাবো,খিলগাঁও,শনির আখড়া,যাত্রাবাড়ী,থেকে মিরপুর,নারায়ণগঞ্জ খুব সহজেই যাতায়াত সম্ভব। তাছাড়া পোস্তগোলা বাস স্ট্যান্ড থেকেও নানা গন্তব্যে রওনা হয় আন্তনগর বাস সার্ভিস। শুধু স্থল পথে নয় নৌপথেও আছে বিস্ত্র যোগাযোগ। চাইলেই কেরানীগঞ্জের মাঝ দিয়ে নৌভ্রমণ সম্ভব। সব মিলিয়ে ওয়ারীর বাসীন্দারা চমৎকার যোগাযোগ ব্যাবস্থার সুফল ভোগ করেন।

শিক্ষা প্রতিষ্ঠান 

ওয়ারীতে আছে বেশ কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল এন্ড অ্যাকাডেমিয়ার মতো ইংলিশ ভার্সন ছাড়াও শের-ই-বাংলা নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মতো বাংলা মিডিয়াম স্কুলও আছে ওয়ারীতে। সেন্ট্রাল ওম্যান’স ইউনিভার্সিটিও এই এলাকাতেই অবস্থিত। ছোটদের জন্য আছে সানবিনস কেজি স্কুল,সিলভারডেল প্রিপেরাটি অ্যান্ড গার্লস হাইস্কুল।

চিকিৎসা সুবিধা 

বেশ কিছু চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ওয়ারী এ এর আশেপাশের এলাকায় অবস্থিত হওয়ায় তার সুফল বেশ ভালোভাবেই পায় ওয়ারীবাসী। সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল ওয়ারীর মানুষের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও শহীদ খালেক-ইব্রাহীম জেনারেল হাসপাতাল ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক সেন্টারের মতাও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান পাওয়া যাবে ওয়ারীতে। লাজ ফার্মা ও হেলথ কেয়ার ফার্মেসি ছাড়াও ছোট বড় অসংখ্য ফার্মেসি আছে ওয়ারীতে।

চিত্তবিনোদনের ব্যবস্থা 

ওয়ারীর পাশেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তাই খেলাধুলা ও বিনোদন প্রিয় মানুষের বেশ আস্থার জায়গা ওয়ারী। বলধা গার্ডেন ও বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসতে পারবেন কোন এক অলস দিনে। উদ্ভিদ প্রেমী মানুষের কাছেও বেশ জনপ্রিয় এই বাগান দুইটি।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

ওয়ারীতে নানান ধর্মের মানুষের সম্প্রতি লক্ষণীয়। ওয়ারী জামে মসজিদ,মসজিদ উন নূর এর মতো মসজিদ আছে এখানে।দেশ বিখ্যাত কালী মন্দির আছে ওয়ারীতে। খ্রিস্টানদের চার্চও দেখা মিলবে এখানে। ঢাকা ক্রিস্টিয়ান সিমেট্রি থাকায় খ্রিস্টান ধর্মের মানুষের বেশ যাতায়াত আছে ওয়ারীতে। এই স্থানটি তাদের কাছে অন্যরকম এক মর্যাদার জায়গা।

আশেপাশের এলাকা 

পুরাতন এলাকা হলেও আশেপাশের শক্তিশালী যোগাযোগ ব্যাবস্থা ওয়ারীকে করেছে অনন্য। দক্ষিণেই কমলাপুর,গোপীবাগ,গুলিস্তান ও মতিঝিল। ট্রেন যোগাযোগের জন্য সেরা স্টেশন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। উত্তরে দয়াগঞ্জ,সূত্রাপুর,নারিন্দা আর পূর্বে স্বামীবাগ,টিকাটুলি এবং পশ্চিমে নবাবপুর আর বংশাল।

খাবার রেস্টুরেন্ট

ঢাকার বিখ্যাত সব বিরিয়ানি ও বৈচিত্রময় খাবারের জন্য ওয়ারী বিখ্যাত। তাই নামকরা সব রেস্টুরেন্ট গটে উঠেছে এখানে। কে এফ সি,পিজ্জা হাটের মতো বিদেশি খাবারের উন্নত জায়গা আছে ওয়ারীতে।চেইন ফুড পাপাই’স,সিক্রেট রেসিপি,টিউন অ্যান্ড বাইটসের ব্রাঞ্চ পাওয়া যাবে ওয়ারীতে।

কেনাকাটা

লা রিভ,ক্যাটস আই,টাইম জোন,বাটা সহ নামকরা ব্রান্ডের আউটলেট আছে ওয়ারীতে। রাজধানী সুপার মার্কেটও ওয়ারীর কাছাকাছি অবস্থিত। তাই কেনাকাটার জন্য বেশ নির্ভরযোগ্য এলাকা ওয়ারী।

Compare listings

Compare