কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

খুলনা

এলাকা সম্পর্কে

খুলনা সম্পর্কে 

খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী। খুলনা দেশের ২য় বন্দর নগরী ।খুলনাকে সুন্দরবননের প্রবেশদ্বার বলা হয়। এমন শত বিশেষণে বিশেষায়িত করার মত ব্যাপার থাকলেও সব বিশেষণ ছাপিয়ে খুলনা একটা বাসযোগ্য শান্তির নগরী। সুন্দর সাজানো গোছানো যানযট বিহীন নগরী হিসেবে খুলনার প্রতিদ্বন্দ্বী আর একটা শহরও নেই বাংলাদেশে। অত্যাচারী সম্ভাবনাময়ী অর্থনৈতিক বাণিজ্যিক দিকের সাথে পাল্লা দিয়ে আবাসনের চাহিদা দৃশ্য বেড়েই চলছে প্রতিনিয়ত এখানে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনাকে তাই ভালোবেসে অনেকে কুয়েতের সাথে তুলনা করেন। আর এই নগরের মায়ায় একবার পড়লে এই শহর ছেড়ে আসা বড়ই কঠিন সে কথা বলাই বাহুল্য।

খুলনায় প্রপার্টি

স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতিতে খুলনার পাটকলগুলো অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সময়ের সাথে সেই পাটকল নির্ভর অর্থনীতি হারিয়ে গেলেও বর্তমানে চরম রমরমাভাবে এই শহরে চলছে বন্দর সম্পৃক্ত অর্থনীতি। তাই আবাসিক ও বাণিজ্যিক প্রপার্টি চাহিদার তুঙ্গে খুলনার অবস্থান। পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথেই খুলনায় উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। খুলনা শহরে নিদারুণ বিশেষত্বটি হচ্ছে এই শহরে যেমন আছে ব্যাবসা প্রতিষ্ঠান তেমনই আছে থাকার মতো সকল নাগরিক চাহিদায় পূর্ণ আবাসিক এলাকা। শিববাড়ি,ডাকবাংলা,সাত রাস্তার মোড়,খালিশপুর, জিরো পয়েন্ট,গল্লামারী,রূপসায় বিপূল পরিমাণ বাণ্যিজিক প্রতিষ্ঠানে পরিপূর্ণ। সেই সাথে নিরালা,সোনাডাঙা,বয়রা,নয়াবাটি আবাসিক এলাকা গুলো আবাসনের সর্বরকম সুবিধা দিয়ে আসছে। খুলনায় বাসা ভাড়া সবার হাতের নাগালে থাকায় উচ্চবিত্ত-মধ্যবিত্তের সংমিশ্রণের ব্যাপকতা আড়ম্বরপূর্ণভাবে লক্ষণীয়। জিরো পয়েন্ট,রূপসা সেতু,সিটি বাইপাস,এলাকায় প্রচুর আবাসিক এলাকার বিজ্ঞাপন যে কারো নজর কাড়তে বাধ্য। তাছাড়া শহরের অভ্যন্তরে বেশ কয়েকটা রিয়েল স্টেট কোম্পানি সুনামের সাথে প্রপার্টির ব্যাবসা চালিয়ে আসছে।

যাতায়াত ব্যবস্থা 

খুলনা নগরীর প্রবেশদ্বার হচ্ছে ঢাকা-খুলনা হাইওয়ে।পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় মাত্র ৪ ঘন্টায় রাজধানীর সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হচ্ছে। বাংলাদেশের দ্রুততম ও ব্যাস্ততম রাস্তা গুলোর প্রথম সারীতে অবস্থান করছে এই হাইওয়ে। খুলনার আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে যশোর-খুলনা হাইওয়ে। বেনাপোল স্থল বন্দর ও মংলা নৌবন্দরকে যুক্ত করেছে এই সড়কটি। সাতক্ষীরা খুলনা মহসড়কের মাধ্যমে পদ্মা সেতু হয়ে সরাসরি যোগাযোগ স্থাপন সংগঠিত হয়েছে ভোমরা স্থল বন্দরের। তাছাড়া বরিশাল,ঝালোকাঠী,পিরোজপুর,বাগেরহাট যুক্ত হয়েছে খুলনা-বরিশাল মহসড়কের মাধ্যমে। এই চারটি মহাসড়ক খুলনার সাথে সারাদেশের যোগাযোগ ব্যাবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছে। ঢাকার সাথে সরাসরি রেল সংযোগ আছে খুলনার। খুলনার রেলওয়ে স্টেশন দেশের সবচেয়ে সুন্দর রেলস্টেশনের একটি। খুলনার সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সড়ক ও রেল যোগাযোগ বেশ সমৃদ্ধ। খুলনা কলকাতা নিয়মিত ট্রেন ও বাস চলাচল করে। তাছাড়া পুরা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অভ্যন্তরীণ সড়ক গুলো। পর্যাপ্ত রাস্তাঘাট এই শহরের মানুষদের যানজটে পড়ার দৃশ্য বিরল।

শিক্ষা প্রতিষ্ঠান 

খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা মেডিকেল কলেজ দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। তাছাড়া খুলনা মেডিকেল কলেজ ও সদ্য শিক্ষা কার্যক্রম শুরু করা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ও দেশের মেডিকেল শিক্ষা ব্যাবস্থায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। নর্দান ইউনিভার্সিটি,নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,ম্যানগ্রোভ ইন্সটিটিউট  বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বেশ নাম কুড়িয়েছে এই শহরে। খুলনা সিটি কলেজ,খুলনা পাবলিক কলেজ,নৌবাহিনী কলেজ যশোর বোর্ডের শীর্ষস্থানীয় কলেজ সমূহের অন্যতম। জিলা স্কুল,করনেশন স্কুল,সেইন্ট জোসেফ হাইস্কুল,জোহরা খাতুন বিদ্যানিকেতন,কলেজিয়েট স্কুল সহ নামকরা সব বিদ্যালয়ের অবস্থান এই শহরে।তাই শিক্ষা দিক্ষা আর সমৃদ্ধিতে খুলনা শহর অতূলনীয় আসনে উপবেষ্ঠিত।

চিকিৎসা সুবিধা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,আবু নাসের বিশেষায়িত হাসপাতাল,খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল,গাজী মেডিকেল কলেজ হাসপাতাল,আদ্বদীন৷ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনার শীর্ষস্থানীয় হাসপাতাল সমূহের মধ্যে অন্যতম। তাছাড়া খুলনা সদর হাসপাতাল,খুলনা শিশু হাসপাতাল,নার্গিস মেমোরিয়াল হসপিটাল বেশ জনপ্রিয়। পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের ভরসার কেন্দ্রস্থল এই হাসপাতালসমূহ।তাছাড়া খুলনা নগর জুড়ে অসংখ্য ডায়গনস্টিক ও ফার্মেসীর ছড়াছড়ি।

 চিত্তবিনোদন

প্রথমেই বলছি খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি খুলনার শহরের অতি নিকটে অবস্থিত।সুন্দরী গাছের আধিক্য থাকায় সুন্দরবন নামকরণ করা হলেও সুন্দরবন একবার দর্শনেই আপনার চোখে নামকরণের স্বার্থকতা ফুটে উঠবে।নগরীর অভ্যন্তরে আছে শহীদ হাদিস পার্ক,জাতিসংঘ শিশু পার্ক,লিনিয়ার পার্ক,ওয়ান্ডার ল্যান্ড,সহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্কও খুলনা নগরীর অদূরে অবস্থিত। খুলনা শহর জুড়ে আরও রয়েছে অসংখ্য খেলার মাঠ ও প্রাতভ্রমণের সুবর্ণ সুযোগ।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান 

দারূল উলুম মসজিদ,নিরালা তাবলীগ মসজিদ,নিউমার্কেট বাইতূন নূর জামে মসজিদ,খুলমা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ খুলনার জনপ্রিয় মসজিদ সমূহের প্রথম সারীতে অবস্থান করছে। এছাড়াও খুলনা শহর জূড়ে অসংখ্য মসজিদ মাদ্রাসার অবস্থান ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বিরাট সুবিধার সঞ্চার করেছে। খুলনার আর্য্য ধর্মসভা মন্দির,কালী মন্দির,শীতলা বাড়ি মন্দির,দোলখোলা ও কয়লাঘাট কালীবাড়ি মন্দির সহ বেশ কয়েকটি জনপ্রিয় মন্দিরের অবস্থান হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বেশ সরব উপস্থি দেখা মেলে খুলনা নগরে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জাও আছে খুলনার নিউমার্কেট এলাকায়।

আশেপাশের এলাকা

খুলনার উত্তর পূর্বদিকে গোপালগঞ্জ জেলা,উত্তর ও উত্তর পশ্চিমে নড়াইল ও যশোর জেলা,খুলনার পশ্চিমে সাতক্ষীরা ও পূর্বে বাগেরহাট জেলার অবস্থান দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রত্যেকটি জেলার সাথে খুলনার সড়ক ব্যাবস্থা অত্যন্ত মনোমুগ্ধকর।

খাবার রেস্ট্রুরেন্ট

হোটেল গ্রান্ড প্লাসিড, সিটি ইন,টাইগার গার্ডেন,রয়েল হোটেল ও ক্যাসেল সালাম বেশ বিখ্যাত হোটেল্প ও খাবারের জন্য নামকরা। বিলাস বহুল পাঁচ তারকা হোটেল মুভেনপিক ও পার্ক ডি এলিগেন্স উদ্বোধন হবে শীঘ্রই। ভোজন বিলাসীদের জন্য খুলনাবাসীর ভরসার নাম ফুড কোর্টগুলো। রাজ মহল ফুড কোর্ট,ক্লাউড নাইন,ব্লু অর্কিড ও স্পাইসি ইন বেশ জনপ্রিয়। আর খুলনার স্ট্রিট ফুডের নাম বললেই নিউমার্কেট এর নাম আগে আসবে। সন্ধাকালীণ সময়ে স্ট্রিট ফুড আর ফুড কার্টের রমরমা ব্যাবসা চলে খুলনায়। তবে খুলনার বিখ্যাত চুইঝালের নাম না বললেই নয়। পুরাও দেশ বিখ্যাত এই চুই ঝাল পাওয়া যায় কামরুল হোটেল,আব্বাস হোটেল,আল আরাফাসহ জিরো পয়েন্ট এলাকার হোটেল গুলোতে।

কেনাকাটা 

খুলনা নিউমার্কেট ও ডাকবংলা বড় বাজার খুলনার সবচেয়ে বড় দুই কেনাকাটার জায়গা। আর শিববাড়ি এলাকায় দেশ বিখ্যাত সব ব্রান্ডের আউটলেট রয়েছে। শপিংয়ের জন্য এই জায়গাগুলোর থেকে আদর্শ জায়গা আর হয় না বললেই চলে। তাছাড়া খুলনা শপিং কমপ্লেক্স,জলিল টাওয়ার,চিত্রালী বাজার বেশ কেনাকাটার জন্য বেশ জনপ্রিয় খুলনা শহরে। টুকটাক কাঁচাবাজারএর জন্য খুলনার মানুষ গল্লামারী কাঁচাবাজার,সন্ধ্যা বাজার সহ ছোট খাটো কাঁচা বাজার হাতের নাগালেই পাওয়া যায়। স্বপ্ন সুপার শপ ও

আছে খুলনায়। ডিপার্টমেন্টাল স্টোর গুলোর পর্যাপ্ততাও ব্যাপক খুলনা শহরে।

Compare listings

Compare