কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

বারিধারা ডিওএইচএস

এলাকা সম্পর্কে

বারিধারা ডিওএইচএস সম্পর্কে

বারিধারা ডিওএইচএস ঢাকার অভিজাত এলাকা বারিধারায় অবস্থিত। বারিধারা ডিওএইচএস ঢাকা একটি বিশিষ্ট স্থান। এলাকাটি গুলশানের অতি নিকটে। এই এলাকাটি বারিধারা থানার অধীনস্থ। এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি(ডিওএইচএস)প্রকল্পের অধীনে তৈরি করা হয়। উন্নত নাগরিক সেবার সর্ব উপাদান এই প্রকল্পে রয়েছে।

বারিধারা ডিওএইচএস-এ সম্পত্তি

বারিধারা ডিওএইচএস ঢাকার একটি পছন্দসই সুন্দর এলাকা। বারিধারা ডিওএইচএস হল একটি কাঙ্খিত সুন্দর পাড়া, নিরাপদ, শান্তি, আনন্দদায়ক এবং যেকোনো পরিবারের জন্য পছন্দনীয় অবস্থান। তদুপরি, বাড়িগুলি মূল্য বজায় রাখে। বারিধারা ডিওএইচএস বাসিন্দাদের জন্য ভালো সংখ্যক অবসর সুবিধা প্রদান করে। এটি সমস্ত সুবিধা, দোকান, স্কুল এবং পরিবহনের কাছাকাছি।

যাতায়াত ব্যবস্থা

এখানকার যাতায়াতের সর্বোত্তম উপায় হচ্ছে ডিওএইচএস বাইপাস সড়ক। টঙ্গী ডাইভারসন রোডের সাথে যুক্ত এই বাইপাস সড়ক হতে ঢাকা শহরের যেকোন প্রান্তে সহজেই যাতায়াত করা যায়।তাছাড়া প্রগতি সরণী রোড এবং কালাচাঁদপুর মেইন রোড খুবই নিকট গন্তব্য।

শিক্ষা প্রতিষ্ঠান

বারিধারা ডিওএইচএস এলাকা ও এর পাশ্ববর্তী এলাকায় রয়েছে চমৎকার সব শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা, কানাডিয়ান ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সিডনি ইন্টারন্যাশনাল স্কুল কিছু সুবিধাজনক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ আছে এখানে। যার মধ্যে বারিধারা স্কোলারস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ,শহীদ নজরুল গার্লস হাইস্কুল,বারিধারা স্কোলারস ইন্সটিটিউট,হাজী এন এস মেমোরিয়াল হাইস্কুল অন্যতম। ঢাকার অভিজাত এলাকায় অবস্থান হওয়ায় উচ্চ শিক্ষার জন্য আশেপাশের দারুণ সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ এই এলাকার শিক্ষা ব্যাবস্থায় আলাদা একটা মাত্রা যোগ করে।

চিকিৎসা সুবিধা

বারিধারা জেনারেল হাসপাতাল,ইউনাইটেড হাসপাতাল,এশিয়ান হসপিটাল সহ বেশ উন্নত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে বারিধারা ডিওএইচএস এলাকার অতি নিকটেই। এমনকি ইবনে সিনা হাসপাতালও অতি নিকটে।ডায়গনস্টিক ও ফার্মেসির দোকান পাওয়া যাবে হাতের নাগালেই।

ধর্মীয় প্রতিষ্ঠান

ডিওএইচএস বারিধারা জামে মসজিদ এই এলাকার সবচেয়ে জনপ্রিয় মসজিদ। তাছাড়া কালাচাঁদপুর মসজিদও বেশ জনপ্রিয় এখানে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রতিবছর দূর্গা পূজায় দারুণ আয়োজন করে বারিধারা ডিওএইচএস পূজা কমিটি। আর খ্রিস্টানদের দের জন্য চার্চও আছে এখানে।

আশেপাশের এলাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি সম্প্রদায়ের জন্য একটি মসজিদ রয়েছে। গুলশান ও বনানীতে আশেপাশের শপিং মলগুলোতে নিত্যপ্রয়োজনীয় শপিং দ্রব্যের সন্তুষ্টি পাওয়া যায়। দিনে বা রাতে। বারিধারা ডিওএইচএস এলাকার উত্তরে ঢাকা সেনানিবাস,দক্ষিণে কালাচাঁদপুর,পশ্চিমে বনানী এবং পূর্ব দিকে রয়েছে প্রগতি সরণি।

খাবার ও রেস্ট্রুরেন্ট

ডিওএইচএস এলাকার আশেপাশে বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট অপশন আছে। হ্যাংআউট,স্পাইচ গ্যালারি রেস্টুরেন্ট,ডাল্লাস ক্যাফে এন্ড রেস্ট্রুরেন্ট,খাবার হাট রেস্টুরেন্ট,কিংস ডাইনিং রেস্ট্রুরেন্ট সমূহে বেশ উন্নত মানের ফার্স্ট ফুড সহ খাবার পাওয়া যায়।

কেনাকাটা

কেনাকাটার এই এলাকায় অনন্যা শপিং কমপ্লেক্স বেশ জনপ্রিয়। তবে খুব নিকটেই যমুনা ফিচার পার্কের মতো মেগা শপিং মল থাকায় শপিং নিয়ে চিন্তা করতে হয় না এলাকাবাসীর। আর টুকটাক কাঁচাবাজার ও ডিপার্টমেন্টাল স্টোর আছে হাতের নাগালেই।

Compare listings

Compare