কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

ধানমণ্ডি

এলাকা সম্পর্কে

ধানমণ্ডি সম্পর্কে

ঢাকা শহরের মধ্যে প্রাণচঞ্চল,নির্মল পরিবেশ আর অভিজাত নাগরিক সেবায় পরিপূর্ণ আর শান্ত-স্নিগ্ধ এলাকা হচ্ছে ধানমন্ডি। এই শহরের বহু গুরুত্বপূর্ণ  ইতিহাস ধারণ করে ধানমন্ডি আজ সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানসম্মত শিক্ষা,সুস্বাদু খাবার,অত্যাধুনিক স্বাস্থ্যসেবা,সাজানো গোছানো ইত্যাদির সমন্বয় আজকের ধানমণ্ডি। এই এলাকাটি তাই শুধু ঢাকা শহরে নয় পুরো দেশের মানুষের কাছে এক মূল্যবাণ প্রাচুর্যের মূর্তমান প্রতীক।

ধানমন্ডিতে প্রপার্টি

১৯৫০ এর দশকে ধানমন্ডির গোড়াপত্তন শুরু হলেও এই এলাকার মধ্যে বিচরণ করলে আপনার একটু মনে হবে না আপনি কোন পুরাতন এলাকায় আছেন। রাস্তার দুপাশে সাজানো সুদর্শন সব ডিজাইনের আবাসিক বাণিজ্যিক প্রপার্টি পথিকের নজর কাড়তে বাধ্য। আবাসিক-বাণিজ্যিক সব প্রতিষ্ঠান মিলিয়ে এই এলাকার মানুষ কখনোই সাচ্ছন্দ্য আর সুবিধার অভাব হয়নি। দেশের বড়বড় কয়েকটি ব্যাংক,এনএফবিআই,কর্পোরেট প্রতিষ্টানের প্রধান কার্যালয় ধানমণ্ডিতেই মণ্ডিত। আবার আবাসিক এলাকায় পাবেন নান্দনিক সব আবাসিক প্রপার্টি। দেশের গণ্যমান্য ও অর্থনৈতিক ভাবে সচ্ছল ব্যাক্তিদের তাই ধানমন্ডিই প্রথম পছন্দ।

যাতায়াত ব্যবস্থা

স্বনির্ভর ধানমণ্ডি যাতায়াত ব্যাবস্থাতেও স্বমহিমায় উজ্জ্বল। শহরের যেকোন প্রান্ত ধানমণ্ডি থেকে সহজ গন্তব্য। সব এলাকার সাথে দারুণভাবে সংযুক্ত থাকায় পাবলিক বাস পাওয়া নিয়ে মোটেই দ্বিধায় পড়তে হয় না এখানে।লালমাটিয়া,মোহাম্মদপুর,নিউমার্কেট, আগারগাঁও,শ্যামলী,মিরপুর,মতিঝিল,গুলশান সবই ধানমন্ডি থেকে নিকট দূরত্ব। আর এটি সম্ভব হয়েছে সাতমসজিদ রোড,মিরপুর রোড,শাহবাগ রোড গুলোর জন্যে।

শিক্ষা প্রতিষ্ঠান

ঢাকা শহরের অন্য যে কোন এলাকা থেকে ধানমন্ডিতে শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। সিটি কলেজ,স্কলাস্টিকা,সানিডেল,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের কতো খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস,স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মতো সাড়া জাগানো ভার্সিটিও আছে এখানে। চিকিৎসাশাস্ত্র শিক্ষারও বেশ সুনাম আছে ধানমণ্ডির। ভিনদেশী ভাষা শিক্ষার জন্য আছে গথে-ইন্সটিটিউট।

চিকিৎসা সুবিধা

ইবনে সিনা হসপিটাল,মেডিনোভা,ল্যাব এইড স্পেশালাইজড হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সহ নামকরা বেশ কয়েকটা হাসপাতাল আছে ধানমণ্ডিতে। আই হাসপাতাল কিংবা ডেন্টাল হাসপাতালও আছে। তাছাড়া আনোয়ার খান মর্ডান ক্যান্সার হাসপাতালও ধানমণ্ডিতে।তাই ধানমন্ডি বাসীর চিকিৎসার জন্য বাইরে যাওয়া লাগে না বললেই চলে বরং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেবা নিতে ধানমণ্ডিতে আসেন।

চিত্তবিনোদনের ব্যবস্থা

ধানমন্ডি লেকে না গেলেও নাম শুনেননি এমন লোক ঢাকা শহরে পাওয়া দুষ্কর। প্রাতভ্রমণ কিংবা সন্ধার আড্ডা সবই হয় ধানমন্ডি লেকের আশেপাশে। রবীন্দ্র সরোবরে প্রায় প্রতিদিনই উৎসবের আমেজ থাকে।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

ধানমণ্ডি জুড়ে রয়েছে অসংখ্য মসজিদ। প্রতি ওয়াক্ত কিংবা জুম্মার নামাজের জন্য হাতের নাগালেই মসজিদের দেখা মেলে। ধানমণ্ডিতে ঈদের জামায়াতের জন্য ধানমন্ডি শাহী ঈদগাহ বেশ জনপ্রিয়। মোগল ঈদগাহ নামেও পরিচিত এই ঈদগাহ আজও মোগল আমলের স্মৃতি বয়ে বেড়াচ্ছে।

আশেপাশের এলাকা

ধানমণ্ডির উত্তরে আছে মোহাম্মদপুর,শ্যামলী এবং কল্যাণপুর।দক্ষিণ দিকে গাবতলি। মিরপুর,ফার্ম গেইট,পান্থপথ অবস্থিত ধানমন্ডির পূর্ব ও উত্তর-পূর্ব অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়,হাজারীবাগ,নওয়াবগঞ্জ,আজিমপুর এর অবস্থান পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে।

খাবার রেস্টুরেন্ট

ধানমন্ডিকে ভোজনস্বর্গ বললেও হয়তো বাড়িয়ে বলা হবে না। শুধু বাংলাদেশী খাবার নয়,নানান রকম দেশের নানান রকম আইটেমের রেস্টুরেন্ট পাওয়া যাবে ধানমণ্ডিতে। সাতমসজিদ রোড এবং ২ নং রোডের উপরে এবং নিচে পুরোটা জুড়েই নানান রকম খাবারের রেস্তোরাঁ। আর স্ট্রিট ফুডেরও সরব উপস্থিতি বেশ এখানে।

কেনাকাটা

ধানমণ্ডিতে আছে বেশ কয়েকটা শপিং মল। সীমান্ত স্কয়ার,সীমান্ত সম্ভার,রাপা প্লাজা,এ আর প্লাজা এবং মেট্রো শপিং মল এর মধ্যে অন্যতম। দেশী বিদেশি দুর্দান্ত সব কালেকশন রয়েছে শপিং মল গুলোতে। তাছাড়া পর্যাপ্ত ডিপার্টমেন্টাল শপেরও দেখা মিলবে ধানমন্ডিতে।

Compare listings

Compare