কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

বনানী ডিওএইচএস

এলাকা সম্পর্কে

বনানী ডিওএইচএস সম্পর্কে

বনানী ডিও এইচ এস ঢাকা শহরের প্রথম ডিও এইচ এস (ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি)। বনানী ডিওএইচএস ঢাকা ক্যান্টনমেন্টের পূর্ব দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। বনানী ডিওএইচএস মূলত “ওল্ড ডিওএইচএস” নামেও বেশ পরিচিত। এটি রাজধানী ঢাকার ভাসানটেক থানার অধীনস্থ একটি এলাকা। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি প্রকল্পের অধীনে বনানী ডিওএইচএস তৈরি করা হয়েছে। এখানে সর্বমোট ১৪২ টি প্লট রয়েছে।

বনানী ডিওএইচএস এ প্রপার্টি

বনানী ডিওএইচএস অবশ্যই একটি ব্যতিক্রমী অঞ্চল। ঢাকা শহরের একাধিক ডিওএইচএস জোন রয়েছে এবং এটিতেও কিছু অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে। এটি খুব সুসংগঠিত, অত্যন্ত সুরক্ষিত এবং লোকেশনের সাথে আসা সুযোগ-সুবিধা এবং জীবনধারার কারণে লোকেরা এখানে বাস করে। যেহেতু বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ম এবং প্রবিধানগুলি অত্যন্ত কঠোরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এলাকাটি সর্বদা খুব পরিষ্কার রাখা হয়, আপনি এখানে বসবাসের একটি চমৎকার অভিজ্ঞতা আশা করতে পারেন।

যাতায়াত ব্যবস্থা

বনানী ডিওএইচএস এর যাতায়াত ব্যবস্থার প্রধান নিয়ামক হচ্ছে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে। এই রাস্তা ব্যাবহার করে রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরের যেকোন গন্তব্যে নিরবিচ্ছিন্ন যাতায়াত সম্ভব। তাছাড়া স্বাধীনতা স্মরণীর রাস্তা দিয়েও এলাকাবাসীর বেশ যাতায়াত করা পড়ে।

শিক্ষা প্রতিষ্ঠান

বনানী ডিওএইচএস ও এর আশেপাশের এলাকায় রয়েছে নামকরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামসহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো পাওয়া যাবে হাতের নাগালে। বনানী বিদ্যা নিকেতন,নর্দান ইউনিভার্সিটি,ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মতো নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে মুখরিত বনানী।

চিকিৎসা সুবিধা

বনানী ডিওএইচএস সংলগ্ন রয়েছে বেশ কিছু চিকিৎসা সেবা প্রতিষ্টান। প্রাভা হেলথ কেয়ার কিংবা বনানী ক্লিনিক,ইউনাইটেড হাসপাতাল,মতো প্রতিষ্ঠান গুলো এলাকার মানুষের চিকিৎসা সেবায় সব ধরনের সাপোর্ট দিতে সক্ষম।

চিত্ত বিনোদন

বনানী ডিওএইচএস এর খেলার মাঠটি বেশ জমজমাট থাকে বিকেল বেলা। তাছাড়া আশেপাশের এলাকাতেই বৈশাখী পার্ক,বনানী ৬ নং পার্ক,বনানী ক্লাব এগুলা বেশ জনপ্রিয় বিনোদন কেন্দ্র।

ধর্মীয় প্রতিষ্ঠান

বনানী ডিওএইচএস জামে মসজিদ বেশ সুন্দর একটি মসজিদ। তাছাড়া মসজিদের শহর ঢাকায় হাতের নাগালেই মসজিদের দেখা মিলবে।

আশেপাশের এলাকা

আশেপাশের এলাকা বিবেচনায় এই এলাকাটি অত্যান্ত সুবিধাজনক একটা এলাকা। বনানীর উত্তর ও পূর্বে গুলশান আর দক্ষিণ দিকটায় মহাখালী। পশ্চিমে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বনানীকে চমৎকার লোকেশনে পরিণত করেছে।তেজগাঁও,ক্যান্টনমেন্ট,নিকেতন,এয়ারপোর্ট কিংবা উত্তরা,যে কোন গুরুত্বপূর্ণ এলাকা থেকে সহজে যাতায়াত করা যায়।

খাবার ও রেস্ট্রুরেন্ট

বনানীতে খাবারের যে ভ্যারাইটির দেখা মিলবে তা শহরের অন্য স্থানে নিতান্তই কম।বিরিয়ানি থেকে চায়নিজ কিংবা মেক্সিকান থেকে জাপানিজ সব রকমের খাবারের উন্নত রেস্টুরেন্ট আছে এখানে। তাই ভোজনরসিক মানুষদের কাছে বনানী এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। বিলাসবহুল সব হোটেলের জন্যেও বনানী বেশ বিখ্যাত।

কেনাকাটা

নামীদামী সব ব্রান্ডের আউটলেট বনানী ডিওএইচএস এলাকার আশেপাশেই বেশ আড়ম্বরপূর্ণ ভাবেই অবস্থান করছে। বনানী ১১ নম্বর রোডে থাকা আড়ং বেশ জনপ্রিয়। বাংলাদেশ-কুয়েত মৈত্রী শপিং কমপ্লেক্সেও পাওয়া যায় এক্সক্লুসিভ সব কালেকশন। তাছাড়া বনানী সুপার মার্কেটও বেশ জনপ্রিয়।

Compare listings

Compare