কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

মগবাজার

এলাকা সম্পর্কে

মগবাজার সম্পর্কে 

ইতিহাস ঐতিহ্য আর আধুনিকতার মিশেল পুরান ঢাকার মগবাজার এলাকা। পুরো এলাকাজুড়ে অসংখ্য রাস্তাঘাট আর অলিগলি। বাইরের মানুষের জন্য এসব অলিগলি খুঁজে পেতে বেশ বেগ পেতে হলেও একবার পরিচিত হয়ে উঠতে পারলে এই এলাকার মজা আর কোথাও পাওয়া যাবে না। এখানে বসবাসরত মানুষের জীবনযাপন অন্য মাত্রার। মগবাজার ও এর আশেপাশে অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থাকায় বিভিন্ন ধরনের মানুষের উপস্থিতিতে সরব মগবাজার। সময়ের সাথে উন্নয়ন অগ্রযাত্রার ফলে এই অঞ্চলে মানুষের বসতির চাহিদা বেড়েছে বহুগুণে। শান্তিতে বসবাস আর চমৎকার যোগাযোগ ব্যাবস্থার কারণে মগবাজার শহরের ঘনবসতি পূর্ণ এলাকার একটি।

মগবাজারে প্রপার্টি

আবাসিক এলাকা হিসেবে সেই প্রাচীন কাল থেকেই জনপ্রিয় মগবাজার। শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বেশ বড় একটি অংশের মানুষের বসতি এখানে। নয়াতলা ও মধুবাগে অ্যাপার্টমেন্টের দাম ও ভাড়া চমকপ্রদ। সেই মুঘল আমল থেকেই ঐতিহ্য আত উন্নতির সাক্ষী হয়ে আসছে মগবাজার। বাণিজ্যিক এলাকা হিসেবে মগবাজার এক অনন্য স্থান দখল করে আছে রাজধানীর বুকে। নামকরা সব ডেভেলপার কোম্পানি মগবাজার জুড়ে সুন্দর সব অ্যাপার্টমেন্ট গড়ে তুলেছে সরকারি বেসরকারি অফিস,কোয়ার্টার,টেলিফোন এক্সচেঞ্জ অফিস সব কিছুর সমন্বয়ে মগবাজার অন্য এলাকা থেকে যথেষ্ট আলাদা।

যাতায়াত ব্যবস্থা 

মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের কল্যাণে রাজধানীর সব এলাকার সাথে এই অঞ্চলের মানুষের নিদারুণ যোগসূত্র তৈরি হয়েছে। পুরো এলাকা জুড়েই অসংখ্য রাস্তাঘাট আর অলিগলি।ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় মানুষের চাপ একটু বেশি হলেও রিক্সা কিংবা যেকোন ছোট যানবাহনে করে চড়ে মগবাজার চষে বেড়ানো সম্ভব। তাছাড়া হাতিরঝিল প্রকল্পের কারণে এই অঞ্চলের যানজট এখন অনেকাংশেই কমে এসেছে।

শিক্ষা প্রতিষ্ঠান 

দেশের বেশ কয়েকটি বিখ্যাত ও সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আছে মগবাজার এলাকায়। মগবাজার ইস্পাহানি স্কুল ও কলেজ,মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,সেইন্ট প্যাট্রিক গ্রামার স্কুল,ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ ইত্যাদি তো আছেই। তাছাড়া খুব কাছেই ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাই স্কুলের অবস্থান।

চিকিৎসা সুবিধা 

দেশের বেশ কয়েকটি বিখ্যাত ও আধুনিক হাসপাতাল মগবাজারে আছে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ এবং আদ্ব-দীন হাসপাতাল সুনাম কুড়িয়েছে প্রসূতি মায়ের চিকিৎসা সেবায়। সিরাজুল ইসলাম হাসপাতাল বেশ জনপ্রিয় এবং দেশের বৃহৎতম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে বেশ প্রসিদ্ধ।তাছাড়া এই এলাকায় আছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল,ইন্সাফ বারাকাহ হাসপাতাল এবং অসংখ্য ফার্মেসিতে ভরপুর।

চিত্তবিনোদনের ব্যবস্থা 

খোলা মাঠ কিংবা পার্ক দিকে তেমন একটা নেই বললেই চলে। বিকেল ও সন্ধ্যা কালীন সময়ে নয়াতলা পার্ক ও বিটিসিএল শিশু পার্কে বেশ ভিড় জমে। আর হাতিরঝিল কাছাকাছি হওয়ায় মগবাজার বাসী সেখানেও বেশ যাতায়াত করে বেশ।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

মগবাজার এলাকাটিতে নতুন পুরাতন সব মিলিয়ে অসংখ্য মসজিদের সমাহার। মগবাজার চৌরাস্তা জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ,চারুলতা মার্কেট মসজিদে মুসল্লীদের ভীর থাকে চোখে পড়ার মতো। হিন্দু ধর্মাবলম্বীদে জন্য এই এলাকায় আছে দেশের প্রাচীনতম সিদ্ধেশ্বরী কালী মন্দির।

আশেপাশের এলাকা 

মগবাজারে দক্ষিণে বেইলি রোড,রমনা,শান্তি নগর আর সিদ্ধেশ্বরী। উত্তরে তেজগাঁও, ফার্মগেট আর নয়াতলা। মগবাজারের পশ্চিমে ইস্কাটন আর পূর্বে মালিবাগ,মৌচাক।শহরের যেকোন প্রান্তের যাতায়াতের জন্য অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে মগবাজার।

খাবার রেস্টুরেন্ট

প্রসঙ্গ যখন খাবার দাবার মগবাজার তখন সেরাদের কাতারে। শহরের প্রাচীন আর বিখ্যাত সব রেস্টুরেন্টের সমাহার এখানে। এখানকার ফখরুদ্দীন রেস্টুরেন্ট,শর্মা হাউজ,অ্যারাবিয়ান শর্মা হাউজ,ক্যান্টন হাউজ এরকম বিখ্যাত প্রতিষ্ঠানের নাম বলে শেষ করা যাবে না। তাছাড়া ফুড কার্ট,ছোটখাটো খাবারের দোকান ভরপুর থাকায় সন্ধাকালীন সময়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ভোজনরসিকদের ভীড় থেকে অতূলনীয়।

কেনাকাটা 

মগবাজার “বিশাল সেন্টার” এর নামডাক এক সময় প্রচুর থাকলেও প্রতিযোগিতামূলক বাজারে এখন অনেক প্রতিষ্ঠানে আনাগোনায় বিশাল সেন্টারের জৌলুস অনেকটায় কমে গিয়েছে। আড়ং এর আউটলেট সহ অনেক সুপারশপ আর ব্রান্ডশপে ভরপুর মগবাজার।

Compare listings

Compare