কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

মিরপুর ডিওএইচএস

এলাকা সম্পর্কে

মিরপুর ডিও এইচএস সম্পর্কে 

ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি (ডিওএইচএস) প্রকল্পের অধীনে এটিকে তৈরি করা হয়।এটি দেশের বৃহত্তম ডিওএইচএস। ঢাকা শহরের একাধিক ডিওএইচএস জোন রয়েছে এবং এটিতেও কিছু অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে। অন্য ডিওএইচএস গুলোর মতো মিরপুর ডিওএইচএস ও পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। প্রায় ১,২৮৯ টি প্লট আছে এখানে। এটি খুব সুসংগঠিত, অত্যন্ত সুরক্ষিত এবং লোকেশনের সাথে আসা সুযোগ-সুবিধা এবং জীবনধারার কারণে লোকেরা এখানে বাস করে। মিরপুর সেনানিবাসের পাশেই অবস্থিত হওয়ায় মিরপুর ডিওএইচএস নিরাপত্তা সুবিধা পায়।তাছাড়া এখানকার নাগরিক সেবার মানও অতি চমৎকার।

মিরপুর ডিও এইচ এ সম্পত্তি

মিরপুর ডিও এইচ এস অবশ্যই একটি ব্যতিক্রমী অঞ্চল। ঢাকা শহরের একাধিক ডিওএইচএস জোন রয়েছে এবং এটিতেও কিছু অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে। এটি খুব সুসংগঠিত, অত্যন্ত সুরক্ষিত এবং লোকেশনের সাথে আসা সুযোগ-সুবিধা এবং জীবনধারার কারণে লোকেরা এখানে বাস করে। মিরপুর ডি ও এইচ এস এ বিক্রয়ের জন্য বেশ কিছু ফ্ল্যাট আছে, যা বসার ঘর এবং খাবার ঘর সহ ২ বেড থেকে শুরু করে ৫ বেড পর্যন্ত ফ্ল্যাট রয়েছে। যেহেতু বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ম এবং প্রবিধানগুলি অত্যন্ত কঠোরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এলাকাটি সর্বদা খুব পরিষ্কার রাখা হয়, আপনি এখানে বসবাসের একটি চমৎকার অভিজ্ঞতা আশা করতে পারেন। মিরপুর ডি ও এইচ এস এর অধিবাসীদের নিরাপত্তা এবং নাগরিক সেবা নিশ্চিত করে।

যাতায়াত ব্যবস্থা 

মিরপুর ডিওএইচএস এর বুকচিড়ে চলে গেছে নয় নম্বর রোড। এই রাস্তা ব্যাবহার করে ঢাকা শহরের যেকোন গন্তব্যে রওনা হওয়া সক্ষম। মিরপুর থেকে গাবতলি বাস স্ট্যান্ড নিকটে হওয়ায় সারা দেশের সাথেও যোগাযোগ ব্যাবস্থা অতি চমৎকার।

শিক্ষা প্রতিষ্ঠান 

মিরপুর ডিও এইচ এস এর অদূরেই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তাছাড়া ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বিজনেস স্কুল, সরকারি বঙ্গবন্ধু কলেজ,হারুন মোল্লা ডিগ্রি কলেজ,নলেজ স্কুল এন্ড কলেজ, বিএলএস হাইস্কুল এই এলাকারই বলা যায়। তাই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখানকার বাসীন্দাদের মোটেও বেগ পোহাতে হয় না।

চিকিৎসা প্রতিষ্ঠান 

মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক,মিলিটারি হসপিটাল,ড.আজমল হসপিটাল,আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল,এম আই এসটি মেডিকেল সেন্টার এর মতো চমৎকার কিছু চিকিৎসা সেবা প্রতিষ্ঠান পাওয়া যাবে এখানকার অতি নিকটেই।

চিত্তবিনোদন

মিরপুর ডিও এইচ এস পার্ক, বৈকালী লেক, প্রান্তিক পার্ক,ইকো পার্ক,পল্লবী মিনি পার্ক এরকম চিত্তবিনোদন স্থানের অভাব নেই এই এলাকায়।

ধর্মীয় প্রতিষ্ঠান 

মসজিদের অভাব নেই মিরপুর ডিও এইচ এস এলাকায়। মিরপুর ডিও এইচ এস সেন্ট্রাল মসজিদ,মিরপুর ডিও এইচ এস ২ নং মসজিদ,আল্লাহু জামে মসজিদ,নিউ সেন্ট্রাল মসজিদ কমপ্লেক্স সহ বেশ কয়েকটি সুন্দর মসজিদ আছে এখানে।হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আছে উত্তর কালশী মন্দির, লোকনাথ মন্দির। তাছাড়া মিরপুর কেন্দ্রীয় মন্দিরও অতি নিকটে।

কেনাকাটা 

কেনাকাটার জন্য এলাকার মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে মিরপুর ডিও এইচ এস শপিং কমপ্লেক্স। তাছাড়া ডিপার্টমেন্টাল স্টোর গুলো পাওয়া যাবে হাতের নাগালেই।

Compare listings

Compare