কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

বাসাবো

এলাকা সম্পর্কে

বাসাবো সম্পর্কে 

বাসাবো চিরায়ত ঢাকার কোলাহলপূর্ণ ব্যাস্তনগরেরই এক প্রতিচ্ছবি। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ তবে সাধ্যের মধ্যে আবাসন সুবিধার জন্য বেশ জনপ্রিয়। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিলের কাছাকাছি হওয়ায় মতিঝিলের রেশ পাওয়া যাবে বাড্ডাতেও। চমৎকার যোগাযোগ ব্যাবস্থার সাথে শিক্ষা ও চিকিৎসায় বাড্ডা বেশ সন্তুষ্টজনক এক এলাকা হিসেবে গড়ে উঠেছে।

বাসাবোতে প্রপার্টি

নাভানা সিলভার ডেল এবং ছায়াবীথি ইস্টার্ন হাউজিং প্রজেক্টের বদৌলতে আবাসন সুবিধায় বাসাবো কাঙ্খিত এলাকা হিসেবে বেড়ে উঠেছে। তবে নতুন আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগও আছে বাসাবোয়। আর তাই আবাসন সম্পর্কিত নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে বাড্ডার চাহিদাও বেশ দারুণ। বাসাবোয় আবাসনের পাশাপাশি রয়েছে বিশাল করপোরেট হাব এবং মতিঝিলের মতো বাণিজ্যিক এলাকার সংস্পর্শে থাকায় বাণিজ্যিক প্রপার্টির চাহিদাও ব্যাপক এখানে। অনেক নামকরা ডেভেলপার গ্রুপ এখানে ভবন নির্মান করছেন। নায্যমূল্যে যেকোন সুবিধা দিতে তারা সদা প্রস্তুত। এই এলাকায় ব্যাংক অফিস-আদালত বেশ লক্ষনীয়। এর বাইরে বিভিন্ন ফাস্ট ফুড চেইন এবং শপিং মল গড়ে উঠেছে এখানে।

যাতায়াত ব্যবস্থা 

বাসাবোর যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মরাজিকা বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকাটির। এই এক জায়গা থেকে মতিঝিল,গুলিস্তান,দক্ষিণ বনশ্রী,সায়েদাবাদ,খিলগাঁও,রামপুরায় যাতায়াত করা সম্ভব। খিলগাঁও ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে এই এলাকার যানজট বেশ খানিকটা নিরসন হয়েছে। এলাকার অভ্যন্তরীণ বাহন হিসেবে রিকশার জুড়ি নেই। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ঢাকার সাথে বেশ উন্নত যাতায়াত ব্যবস্থা তৈরি হয়েছে বাসাবোর সাথে।

শিক্ষা প্রতিষ্ঠান 

শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে বাসাবো এলাকাটি বেশ সামাঞ্জস্যপূর্ণ। মতিঝিল অতি নিকটে হওয়ায় সর্ব ক্ষেত্রে বেশ সুবিধা নিতে পারে বাসাবোর লোকজন। এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মতিঝিল মডেল স্কুল,কদমতলা স্কুল,বাসাবো গার্লস হাই স্কুল,দ্বীপশিখা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ,সবুজবাগ গভর্নমেন্ট কলেজ,ইম্পেরিয়াল স্কুল ইত্যাদি।বাসাবোয় ইংরেজি ও বাংলা মাধ্যমের বেশ কিছু স্কুলও রয়েছে।

চিকিৎসা সুবিধা 

সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল,বাসাবো ডায়বেটিক হসপিটাল,সেন্টার ফর হেলথ,ভিএসএস চক্ষু হাসপাতাল সহ বেশ কিছু চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপস্থিতি এই এলাকাটিকে করেছে আরও পরিপূর্ণ। সম্প্রতি ইসলামি ব্যাংক মেডিকেল সেন্টারও খুলেছে এখানে।

চিত্তবিনোদনের ব্যবস্থা 

বাসাবোয় রয়েছে বালুর মাঠ ও বাসাবো মাঠ। বিকেলে মাঠ গুলোয় খেলাধূলার হিড়িক পড়ে যায়। বছর জুড়ে সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান লেগেই থাকে এখানে। তাছাড়া প্রাতঃভ্রমণ কিংবা সন্ধাকালীন হাটাহাটির জন্যও বেশ দারুণ এই এলাকাটি।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ,মন্দির এবং মঠের সংমিশ্রণে ধর্মীয় সম্প্রীতির এক নিদর্শন বহল করে চলছে এলাকাটি। এলাকাজুড়ে হাতের নাগালেই রয়েছে মসজিদ। ধর্মরাজিকা বৌদ্ধমঠ বাসাবোর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। ভারত বিভাগের পর প্রথম বৌদ্ধমঠ হিসেবে এটি প্রতিষ্ঠা পায় ১৯৪৭ সালে।

আশেপাশের এলাকা 

বাসাবোর উত্তর দিকে আছে খিলগাঁও,রামপুরা,মালিবাগ।আর দক্ষিণ-পশ্চিমে মতিঝিল,কমলাপুর এবং মুগদা এলাকা। ঢাকার দক্ষিণ অংশের সাথে বাসাবোর যোগাযোগ খুব চমৎকার। এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নও চলছে ব্যাপকভাবে।

খাবার রেস্টুরেন্ট

বাসাবো এলাকাজুড়ে রয়েছে অসংখ্য খাবারের হোটেল ও রেস্টুরেন্ট। ভোজনরসিক মানুষদের কাছে তাই বাসাবো আলাদাভাবে গুরুত্ব পায়। দ্য সিজল রেস্ট্রুরেন্ট,মাছের বাড়ি,এসি ফুড প্যালেস,ক্যাফে মারমেইড,রেড হট চিকেন বিরিয়ানি এন্ড কাবাব হাউজ,কাবাবওয়ালা বেশ নামকরা।

কেনাকাটা 

বিখ্যাত সব ব্রান্ড যেমন আড়ং,অ্যাপেক্স,লা রিভের মতো ব্রান্ডের আউটলেট আছে এলাকায়। মিনা বাজার,স্বপ্নের মতো সুপার শপও আছে এখানে। সেরকম বড়সড় শপিং মল না থাকলেও যেকোনো কেনাকাটার প্রয়োজন এই এলাকা থেকেই মেটানো সম্ভব।

Compare listings

Compare