কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

মিরপুর

এলাকা সম্পর্কে

মিরপুর সম্পর্কে 

৫৮ বর্গকিলোমিটারের সুবিশাল জায়গা নিয়ে ঢাকা শহরে মিরপুরের অবস্থান। শুধু আয়তনেই বড় নয় নগরের প্রায় ৬ লক্ষ মানুষের বসবাস এই মিরপুরে। বেগম রোকেয়া সরণী আর মিরপুর রোডে পুরো ঢাকা শহরকে মিরপুরের সাথে যোগাযোগ স্থাপন করেছে। এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলেই ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব জায়গার অবস্থান। বিগত কয়েক দশকে মিরপুর এলাকার অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় এই এলাকায় বসতির চাহিদা বেড়েছে বহুগুণে। চাহিদা ব্যাপক থাকলেও ঢাকার মানুষের কাছে সাধ্যের মধ্যে সবকিছু দিতে সক্ষম মিরপুর।

মিরপুরে প্রপার্টি

মিরপুর ঢাকার অন্যতম পুরানো এলাকা হলেও চারিদিকে আধুনিকতার ছোয়া মিরপুরকে করেছে অনন্য। মিরপুর এলাকার গোড়াপত্তনের শুরু থেকে আজ অবধি মধ্যবিত্তের নয়নের মণি। আবাসিক ও বাণিজ্যিক উভয় সুবিধায় সমুন্নত বলেই এতো বিশাল জনগোষ্ঠীর চাহিদা মিটাতে পারছে মিরপুর। মিরপুরের উত্তর দিকে গড়ে উঠেছে গার্মেন্টস ফ্যাক্টরি,বড় বড় ব্যাংক,সরকারি ও বেসরকারি সংস্থা। আর বেশ স্টার্ট আপ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে দক্ষিণ মিরপুরে। এসব কিছুর সম্মিলিত ফলস্বরূপ মিরপুরে প্রপার্টির চাহিদা ও প্রাপ্তি শহরের অন্য যেকোন অঞ্চল থেকে বেশি।

যাতায়াত ব্যবস্থা 

মিরপুরের মানুষের সবথেকে বুড় সুবিধা হচ্ছে যাতায়াত ব্যাবস্থা। এই এলাকা থেকে ঢাকার যেকোন অঞ্চলে অহরহ পাব্লিক ট্রান্সপোর্ট লক্ষনীয়। মিরপুর রোড ধরে যেমন পান্থপথ,ধানমন্ডি,নিউমার্কেট,আজিমপুরে সহজেই যাতায়াত করা যায় তেমনই রোকেয়া সরণী হয়ে যেতে চাইলে যাওয়া যাবে ফার্মগেট,তেজগাঁও,শাহবাগ,গুলিস্তান এবং মতিঝিল এলাকায়।মোট কথা ঢাকা শহরের যেকোন প্রান্ত মিরপুর থেকে মুটামুটি সহজ গন্তব্য।

শিক্ষা প্রতিষ্ঠান 

মিরপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নাম বললে শেষ হতে চাইবে না। একেবারে প্রাথমিক পর্যায় থেকে হাইস্কুল,কলেজ কিংবা ভার্সিটি সব কিছুর পর্যাপ্ততা রয়েছে এখানে।স্কলাস্টিকা মিরপুর,মণিপুর উচ্চবিদ্যালয়  কলেজ,ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ,বঙ্গবন্ধু কলেজ,ঢাকা কমার্স কলেজ,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস,মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ দেশের শীর্ষ স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানে সমুন্নত মিরপুর।

চিকিৎসা সুবিধা 

চিকিৎসা সেবা দিতে মিরপুরের অসংখ্য সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সদা প্রস্তত। ঢাকা শহরের একটা বৃহৎ জনগোষ্ঠীর বসবাস এই এলাকায় হওয়ায় এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক। ইবনে সিনা ডায়গন্সটিক অ্যান্ড কমসালটেশন সেন্টার,ইসলামী ব্যাংক হাসপাতাল, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল,হার্ট ফাউন্ডেশন,হাই-টেক মাল্টিকেয়ার হাসপাতাল,সুরক্ষা জেনারেল হাসপাতাল এগুলা তার মধ্যে অন্যতম।

চিত্তবিনোদনের ব্যবস্থা 

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর -১ এ অবস্থিত। যেখানে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর ঢল নামে। এর পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন যেখানে প্রায় অর্ধ লক্ষাধিক গাছ রয়েছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শের-ই-বাংলা স্টেডিয়ামও মিরপুরে অবস্থিত। এছাড়া জাতীয় সাঁতার কমপ্লেক্স,শহীদ সোহরাওয়ার্দী ইনডোত স্টেডিয়াম আছে মিরপুরে। সব কিছুর সমন্বয়ে মিরপুর এলাকাটি চিত্ত বিনোদন ও খেলাধুলার আদর্শ জায়গা বলা যায়।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

মিরপুর এলাকায় রয়েছে অসংখ্য মসজিদ ও মন্দির। মসজিদ আল কুয়েত আল কবির ও বায়তুল আজমত মসজিদ মিরপুরের অন্যতম বড় দুইটি মসজিদ। প্রায় প্রতি ১০০ বর্গ মিটার এলাকার মধ্যে একটি বা দুইটি মসজিদ চোখে পড়বে আপনার। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্যও এই এলাকায় আছে পর্যাপ্ত মন্দির।

আশেপাশের এলাকা 

মিরপুরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আছে গাবতলী,কল্যাণপুর এবং শ্যামলী। আরেকটু দক্ষিণ দিকে পড়েছে আগারগাঁও যেখানে সরকারি অফিস সমূহের প্রাচুর্যতা লক্ষনীয়। মিরপুর রোড ঢাকা-আরিচা হাইওয়ের সাথে সংযুক্ত হওয়ায় ধানমন্ডিসহ আশেপাশের এলাকার সাথে সুন্দর যাতায়াত ব্যাবস্থা রয়েছে। আর তাছাড়া ঢাকা মেট্রোরেল প্রকল্পটি ব্যাস্তবায়িত হলে মিরপুর বাসী সব থেকে বেশি উপকার ভোগ করবে। উল্লেখ্য মিরপুরের বড় একটি অংশ সেনানিবাসে।

খাবার রেস্টুরেন্ট

পুরো মিরপুর জুড়ে রয়েছে অসংখ্য খাবারের হোটেল ও রেস্তোরাঁ। জয়তুন রেস্তোরাঁ,গ্রান্ড মহারাজ,হেবাং,সিএইচটি এক্সপ্রেস,চিলারস,পিজ্জাবার্গ এগুলা তার মধ্যে অন্যতম নামকরা প্রতিষ্ঠান। আর তাছাড়া মিরপুর -১ তো স্ট্রিট  ফুডের জন্য পুরো শহরজুড়ে বিখ্যাত। সব মিলিয়ে ভোজনরসিক মানুষদের জন্য মিরপুর একটা আদর্শ জায়গা।

কেনাকাটা 

মিরপুরের উত্তর দিকটায় বেনারসি পল্লী ও নান্নু বাজার। বেনারসি পল্লীতে সারা বাংলাদেশ থেকে বিয়ের কেনাকাটা সহ প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে আসেন লোকজন।দারুস সালাম রোডের ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স ছাড়াও মিরপুর শপিং সেন্টার,রজনীগন্ধা শপিং কমপ্লেক্স বেশ জনপ্রিয় মিরপুর বাসীর কাছে।এছাড়া হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস এর বড় বাজার রয়েছে মিরপুরে। বিসিএস কম্পিউটার সিটি বাংলাদেশের বৃহৎত্তম কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের বাজার।

Compare listings

Compare

How can I help you? :)

09:33
Contact Us