কল করুন

+৮৮০১৭১৯৯২ ৪৯৮৭

লালমাটিয়া

এলাকা সম্পর্কে

লালমাটিয়া সম্পর্কে

নগর জীবনের সবরকমের চাওয়া একই জায়গায় পাওয়া এরকম একটা জায়গার নামের তালিকা করলে সেখানে অবশ্যই লালমাটিয়া থাকবে। যাতায়াত ব্যাবস্থা,শিক্ষা প্রতিষ্ঠান,নাগরিক সেবার সবকিছুর সংমিশ্রণ এই এলাকাটি। সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে আবাসিক-বাণিজ্যিক অ্যাআপার্টমেন্টে গড়ে উঠিছে লালমাটিয়ায়।

লালমাটিয়ায় প্রপার্টি

ঢাকার আবাসন ব্যবস্থার উন্নতি ঘটানোর উদ্দেশ্যেই লালমাটিয়ার গোড়াপত্তন। সরকারি-বেসরকারি সব ধরনের কর্মজীবী মানুষে ভরপুর লালমাটিয়া। এখানকার বাসা ভাড়াটাও নাগালের মধ্যে মনে হবে আপনার।বাড়ি ভাড়া এবং কেনার জন্য প্রচুর রেসিডেনশিয়াল প্রপার্টি আছে এখানে। ঢাকার যেকোন প্রান্তে নিরাপদে যাতায়াত করা যায় বিধায় লালমাটিয়ায় বসতি গড়তে চান অনেকেই। শিক্ষার্থীদের কাছেও এই অঞ্চলটি বেশ জনপ্রিয়। ইদানীং বাণিজ্যিক এপার্টমেন্ট এর চাহিদাও বেড়েছে এখানে।

যাতায়াত ব্যবস্থা    

পুরো ঢাকা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থায় অন্য যেকোন এলাকার সাথে তুলনা করলে এগিয়ে থাকবে লালমাটিয়া। গুলিস্তান,উত্তরা,মিরপুর,আজিমপুর,নিউমার্কেট সব জায়গায় খুব সহজেই বাসযোগে যাতায়াত করা যায়। বর্তমানে হালের ক্রেজ ধানমন্ডির সাথেও যোগাযোগ ব্যাবস্থা অত্যন্ত দারুণ লালমাটিয়ার। রিকশা,বাইক কিংবা সিএনজি সব কিছুর প্রাচুর্যতায় যাতায়াত ব্যাবস্থায় লালমাটিয়াকে করেছে অনন্য।

শিক্ষা প্রতিষ্ঠান

সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল,লালমাটিয়া প্রাইমারি স্কুলচল ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে অ্যাকাডেমিয়া,ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল,পেনফিল্ডের মতো খ্যাতনামা ইংরেজি ও বাংলা মাধ্যমের স্কুল আছে লালমাটিয়ায়। প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া মহিলা কলেজ বেশ প্রসিদ্ধ। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি,কলেজ অব হোম ইকোনমিকস লালমাটিয়া এলাকাতেই অবস্থিত। এছাড়া মোহাম্মদপুর,ধানমন্ডির শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যাপক।

চিকিৎসা সুবিধা

চিকিৎসা সেবাতেও লালমাটিয়া বেশ আধুনিক। ইউরো বাংলা হার্ট হসপিটাল,মিলেনিয়াম হার্ট এন্ড জেনারেল হসপিটাল,সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,আল মানার হাসপাতাল লালমাটিয়ার বুকেই অবস্থিত।মানসিক চিকিৎসার  জন্য মনোচিকিৎসালয় ও আছে এখানে। তাছাড়া ধানমণ্ডির বিখ্যাত হাসপাতাল গুলোও এখানকার খুব কাছেই।

চিত্তবিনোদনের ব্যবস্থা

লালমাটিয়া ঢাকার অন্যসব এলাকার মতো কোলাহলে ভরপুর নয়। তাই চিত্তবিনোদনের ব্যাপক সুবিধা আছে এখানে। খেলার মাঠ,মোহাম্মদ-লালমাটিয়ার সীমানায় মোহাম্মদপুর পার্ক বেশ জনপ্রিয়। প্রাতঃভ্রমণ কিংবা বিকেলের হাটাহাটির জন্য বেশ ভালো জায়গা আছে এই এলাকায়। আর্ট গ্যালারিও আছে এখানে। আর তাছাড়া ঢাকার আরও অন্যসব বিনোদন কেন্দ্র গুলো লালমাটিয়ার কাছেই অবস্থিত।

মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান

লালমাটিয়া জামে মসজিদ,মিনার মসজিদ,বাইতুল হারাম জামে মসজিদ,ঢাকা ওয়াসা জামে মসজিদ বেশ জনপ্রিয় লালমাটিয়ায়।

আশেপাশের এলাকা

লালমাটিয়া ঢাকার উত্তর অঞ্চল সমূহের একটি। মোহাম্মদপুর,ধানমণ্ডির মতো গুরুত্বপূর্ণ এলাকার খুব কাছেই লালমাটিয়া। পূর্ব দিকে মিরপুর রোড ধরে এগিয়ে গেলেই ফার্মগেট,সংসদ ভবন এলাকায় পৌছানো সম্ভব।

খাবার রেস্টুরেন্ট

খাবারের জন্য লালমাটিয়ায় কুটুমবাড়ি,স্বাদ তেহারী ঘর,আমজাদ হোটেলের দেশী খাবারের মধ্যে বেশ জনপ্রিয়। বিদেশী খাবারের জন্য টিবিসি,ভূতের বাড়ি,সেভেনথ হেভেন সহ বেশ কিছু রেস্তোরাঁ আছে কফিশপ ক্রিমসন কাপও বেশ জনপ্রিয় এখানে।

কেনাকাটা

‌লালমাটিয়া মূলত আবাসিক এলাকা হওয়ায় শপিং মলের আধিক্য নেই এখানে তেমন। তবে টুকটাক শপিং কিংবা বাজারের জন্য ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান আছে এখানে। আর মোহাম্মদপুর-ধানমন্ডি কাছে হওয়ায় ওদিকেই মানুষের যাতায়াত বেশি। তবে প্রচুর ডিপার্টমেন্টাল স্টোর আছে এই এলাকায়।

Compare listings

Compare